রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

নাটোরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১:৪০ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক নিহত হয়েছেন। 

সোমবার (২৫ জুলাই) সকালের দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চালক আবু বক্কর গুরুদাসপুর উপজেলার নারিবাড়ি এলাকার মৃত. সায়েদ আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসাইন জানান, সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে বনপাড়া থেকে সিরাজগঞ্জগামী একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে নছিমন চালক ও তার সহকারি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নছিমন চালকের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চালক আবু বক্করের মৃত্যু হয়। ঘাতক কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে। তাকে আটকে চেষ্টা চলছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft