মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ ১১ ভাদ্র ১৪৩২
 

কোভিড: শনাক্ত ৮৭৯, মৃত্যু ৮ জনের
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৭:১৪ অপরাহ্ন

দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হাজারের নিচে নেমেছে, তবে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় সাতজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় করোনা শনাক্ত হয় ১ হাজার ৭২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৮ জনের। আগের দিন সোমবার ১ হাজার ৭২ জন রোগী শনাক্ত হয়েছিল, সেদিন ৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ৬৯৩ জন। তাদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হল ১৯ লাখ ২৮ হাজার ৬৫০।

নতুন শনাক্ত ৮৭৯ জনের মধ্যে ৪২০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft