বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
 

রাশিয়ার নাগরিকত্ব পাওয়া উইক্রেনীয়দের জন্য সহজ হলো
প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয়দের জন্য নাগরিকত্ব পাওয়ার বিষয়টি সহজ করার ঘোষণা দিলেন। এক ডিক্রির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হলো। ডিক্রির একটি কপি রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এক প্রতিবেদনে রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

গতকাল সোমবারের ওই নতুন জারিকৃত ওই ডিক্রির মাধ্যমে ইউক্রেনের নাগরিকদের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার বিষয়টি সহজ করে দিয়েছেন পুতিন।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে পুতিনের জারিকৃত ওই ডিক্রির একটি কপি রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে শুধু ইউক্রেনের রুশপন্থী অঞ্চল দোনেৎস্ক, লুহানেস্ক এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসন ও জাপোরিঝজিয়ার বাস করা সাধারণ মানুষদের জন্য রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার বিষয়টি সহজ করে দিয়ে ডিক্রি জারি করেছিলেন পুতিন। তখন ওইসব অঞ্চলের বাসিন্দারা রুশ নাগরিকত্বের সুবিধা পেতেন। কিন্তু এবারের ডিক্রিতে পুরো ইউক্রেনের নাগরিকদের জন্যই বিষয়টি সহজ করে দিলেন পুতিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft