শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

রাজধানীর প্রগতী সরণীতে তোরাগ পরিবহনে আগুন
প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:৫৯ অপরাহ্ন

রাজধানীর প্রগতি সরণিতে একটি তুরাগ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এর আগেই অগ্নিকাণ্ডে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার (১০) সন্ধ্যা ৭টার দিকে প্রগতি সরণীর কোকাকোলা মোড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কোকাকোলা মোড়ে হঠাৎ তুরাগ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই পথে চলাচলকারী যাত্রীরা হঠাৎ আতংকিত হয়ে পড়েন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর মো. শাহাদাত বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবর আসে। দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে তাৎক্ষণিক কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft