প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:৩২ অপরাহ্ন

প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশাকে (রা.) নিয়ে ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মার কটুক্তি ও অবমাননামূলক মন্তব্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার বাদ জুম্মা স্থানীয় টঙ্গী বাজার, মধুমিতা, স্টেশনরোড, পাগাড়, চেরাগআলী ও কলেজগেট, গাজীপুরা এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন হাজারো মুসল্লি।
এসময় মুসল্লিরা সড়কে অবস্থান নিলে প্রায় আধা ঘন্টার জন্য সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সুষ্টি হয় দীর্ঘ যানজটের, ভোগান্তিতে পড়েন স্থানীয়সহ বিভিন্ন আন্ত:জেলার সকল গন্তব্যের যাত্রীরা।
বাদ জুম্মা সোয়া ২টায় গাজীপুরের টঙ্গীবাজার বড় মসজিদ চত্তর, পাগাড় জামি’আতু ইলইয়াস আল ইসলামিয়া মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে করতে স্টেশনরোড এসে জড়ো হন।
এ সময় বিক্ষোভকারীরা নারে তাকবীর, আল্লাহ্ আকবার, দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভ শেষে মধুমিতা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা শেষে বিক্ষোভ সমাবেশ শেষ করেন। বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণ এসব বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।
বক্তারা বলেন, হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার এমন বক্তব্য গ্রহনযোগ্য নয়। একজন মুসলমান হিসেবে আমরা তার বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।