মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

বাল্যবিয়ের দায়ে ইমামকে অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:২৪ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ পড়ানোর দায়ে অভিযুক্ত ইমাম আবু বাক্কারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 বৃহস্পতিবার রাতে কানসাটের পুখুরিয়া কালি সাগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম সদর উপজেলার নয়াগোলা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ও গোবরাতলা মহিলা কলেজের শিক্ষক আবু বাক্কার। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত। 

তিনি জানান, কালি সাগর এলাকায় কনের স্বজন জিল্লুরের বাড়িতে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই ইউনিয়নের টিকরী গ্রামের রফিকের ছেলে তরিকুল মিস্ত্রির বাল্যবিয়ে পড়ানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে গ্রাম পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ইমাম আবু বাক্কারকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে ইমামকে ৫০ হাজার টাকা অথর্দন্ড প্রদান করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনে-বর ও মা-বাবাসহ স্বজনরা পালিয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft