প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৩:০৬ অপরাহ্ন

দীর্ঘ ছয়বছর পর ফেনীর পরশুরাম উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ।
মঙ্গলবার বিকেলে পরশুরামে শেখ কামাল মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা পরিষদ প্রশাসক ও ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন। সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল করিম মজমুদার বাদল, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, বাংলাদশ ছাত্রলীগরে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর করিম জাবেদ।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবনের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন আহবায়ক কমিটির সদস্য আবদুল আহাদ চৌধুরী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য আবদু্ল আহাদ চৌধুরীকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাসেলকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য ; ২০১৬ সালের ৩০ জুলাই ১৩ সদস্য বিশিষ্ট পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
প্রসঙ্গত ; এর আগে পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ৭ জন জেলা কমিটির নিকট সিভি জমা দেন।