প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ মে, ২০২২, ১:০২ অপরাহ্ন

দ্বিতীয় দিনের খেলা শেষে লঙ্কান পেসার কাসুন রাজিথা বলছিলেন, ঢাকা টেস্টের ফল কি হবে সেটা নির্ভর করছে তৃতীয় দিনের খেলার ওপর। এই টেস্টের শুরুর ঘণ্টায় ৫ উইকেট তুলে নিয়ে শক্ত অবস্থানে ছিল সফরকারীরা। পরে মুশফিকুর রহিম ও লিটন দাসের রেকর্ড জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ।
৩৬৫ রানে প্রথম ইনিংস শেষ করা বাংলাদেশের লক্ষ্য প্রতিপক্ষের দ্রুত উইকেট তুলে নেওয়া। দ্বিতীয় দিনে চা বিরতির আগে প্রথম ইনিংস শুরু করা শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙে ৯৫ রান তুলে। এদিন ৫৭ রান করা ওশাধা ফার্নান্দোকে ফেরানোর পর কুশল মেন্ডিসকেও (১১) ফেরানো হয় সাজঘরে।
আজ তৃতীয় দিনের শুরুতে এবাদতের শিকার হন কাসুন রাজিথা (০)। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরিয়েছেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা কাসুন রাজিথাকে। দলীয় ১৪৪ রানের মাথায় বোল্ড হয়ে ফিরতে হয়।
তবে ভয়ংকর হয়ে ওঠা দিমুথ করুণারত্নের উইকেটটাই প্রথম সেশনে বড় প্রাপ্তি। সাকিব আল হাসানের করা বলটা বলতে গেলে বুঝতেই পারেননি লঙ্কান অধিনায়ক। ব্যাট-প্যাডের মাঝে দিয়ে বল চলে যায় সোজা স্টাম্পে। ৮০ রানের ইনিংস খেলে ইনিংস শেষ করতে হয় করুণারত্নেকে।
মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে হঠাৎ বৃষ্টিতে বন্ধ হয়েছে খেলা। তার আগে শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ৪ উইকেটে ২১০ রান। অপরাজিত দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন ২৫ ও ধনঞ্জয়া ডি সিলভা করেছেন ৩০ রান।
জে/ আল