শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

ফুটবল টুর্নামেন্টে রেফারির সিদ্ধান্ত কে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:১৪ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নারায়নপুর শেখ রাসেল স্টেডিয়ামে এই ঘঠনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার নারায়নপুর শেখ রাসেল স্ট্যাডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় জিনদপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম রছুল্লাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলা চলাকালীন সময়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সফিকুল ইসলাম ও মোঃ সুমন নামে দুই জন গুরুতর আহত হলে উপস্থিত লোকজন উদ্ধার করে নবীনগর সরকারী হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।

এব্যাপারে নবীনগর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, খেলা চলাকালীন সময়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে এই সংঘর্ষ বাঁধে।তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft