পিরোজপুরে জেলা যুবলীগের পক্ষ থেকে রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে শহরের মুক্তারকাঠী আইপাস সড়কে জেলা ছাত্রলীগের সাবেক সাভপতি যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদার এর ব্যাক্তিগত উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার (দপ্তরের দায়িত্বরত) আব্দুর রাজ্জাক মোল্লা, সাবেক জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক লিটন সরদার লিটু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়ার হোসেন, যুবলীগ নেতা চুন্নু সিকদার, সালাউদ্দিন প্রিন্স, এনায়েত উল্লাহ বাবু, যুবলীগ নেতা চয়ন সিকদার, মো: কামাল মিয়া প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাবেক সাভপতি যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ভাইয়ের আহ্বানে জেলার বিভিন্ন স্থানে আমাদের এ ইফতার বিতরণ কার্যক্রম চলমান আছে। প্রতি বছরের ন্যয় রমজানে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এসময় মুক্তারকাঠী এলাকার পাঁচ শতাধিক রোজাদার পথচারী ও ব্যাক্তিদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মুক্তিযুদ্ধ প্রজম্ম লীগের ইফতার ও দোয়া মাহফিল
ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজম্ম লীগ পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় পার্টি হাউজ কমিউনিটি সেন্টারে(পুরাতন বাস স্ট্যান্ড)অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক লোকের ইফতার আয়োজনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম এমপি সহ সমাজ, দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি কামনা করে বিশেষ করে দোয়া এবং মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অ্যাডভোকেট চন্ডী চরণ পাল। সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ ফয়সাল আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম সিকদারের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মোঃ ফারুক আব্দুলাহ, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসু, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার সাবেক আহবায়ক শফিউল হক মিঠু, বাবুল হালদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজরি রহমান সোহাগ, শেখ হাসান মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনমুক্তিযুদ্ধ প্রজম্ম লীগ পিরোজপুর জেলা কমিটির সহ-সভাপতি আসাদ মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সায়েদ সিকদার, ইউছুফ হাওলাদার, হাসিব খান, সাদ্দাম হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক সোহান সরদার, অর্থ বিষয়ক সম্পদক রেদওয়ান ইসলাম পিয়াল, অথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরিতোষ গাং, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান কাইউম, গণ মাধ্যম বিষয়ক সম্পাদক ফারুক সরদার, শিক্ষা বিষয়ক সম্পাদক কাওছার হাওলাদার ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।