শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

বাংলাদেশ থেকে হজে যাবে অর্ধলক্ষাধিক মুসল্লি
প্রকাশ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৮:১৯ অপরাহ্ন


পৃথিবীর কোন দেশ থেকে কতজন মানুষ এ বছর হজের সুযোগ পাবেন, সে তালিকা প্রকাশ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

মহামারির করোনা কারণে গত দুই বছর বিদেশিদের হজে অংশগ্রহণ বন্ধ ছিল। চলতি মাসের শুরুর দিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব।  এ বছর ১০ লাখ হজযাত্রী সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন বলে জানিয়েছে  সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়া থেকে এবার সর্বোচ্চ এক লাখ ৫১ জন এবং ৮১ হাজার ১৩২ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। ৭৯ হাজার ২৩৭ জন বরাদ্দ পেয়ে তৃতীয় ভারত এবং ৫৭ হাজার ৫৮৫ জনের কোটা পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এসব তথ্য জানিয়েছে।

এ ছাড়া আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সর্বনিম্ন সংখ্যক মাত্র ২৩ জনের কোটা পেয়েছে। আরব দেশগুলোর মধ্যে মিসর সর্বোচ্চ ৩৫ হাজার ৩৭৫ জনের কোটা পেয়েছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ৯ হাজার ৫০৪ জন, রাশিয়া ১১ হাজার ৩১৮, চীন ৯ হাজার ১৯০, থাইল্যান্ড ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেনের ৯১ জন এবারের হজে যেতে পারবেন।

এবার ১০ লাখ মুসল্লিকে হজ করতে দেওয়া হবে এবং এর ৮৫ শতাংশই হবেন বিদেশি। 

বিশেষ সতর্কতা স্বরূপ এ বছর ৬৫ বছরের বেশি বয়সিদের হজের অনুমতি দেওয়া হয়নি এবং প্রত্যেক হজযাত্রীকেই দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকতে হবে।

আর অনুমোদিত যাত্রীদের অবশ্যই সৌদি আরবের বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে করোনার পিসিআর টেস্ট করাতে হবে এবং সেই টেস্টে নেগেটিভ সনদ পেতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft