রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

আগামী ২ মে বিশ্বের অধিকাংশ দেশে ঈদ
প্রকাশ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৭:২৯ অপরাহ্ন


আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২ মে বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল ফিরত অনুষ্ঠিত হবে। ১ মে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি। সে ক্ষেত্রে ২৯টি রোজা হলে ২ মে ঈদ অনুষ্ঠিত হবে। 

তবে প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মাদ সাখাওয়াত ওদেহ বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানাতে ৩ এপ্রিল রোজা শুরু হয়েছে। সেক্ষেত্রে এসব দেশেও আগামী ১ মে শাওয়াল মাসের চাঁদ যেতে পারে। যদি এসব দেশে এদিন চাঁদ দেখা যায় তাহলে ২ মে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।   

অর্ধচন্দ্র থাকার কারণে অনেক দেশ ১ মে আকাশে চাঁদের দেখা পাবে না। অস্ট্রেলিয়া ও তার পার্শ্ববর্তীদেশগুলো এর আওতায় থাকবে। তবে কেন্দ্রীয় এবং পশ্চিম এশিয়াসহ ইউরোপের কিছু দেশ ও দক্ষিণ আফ্রিকায় টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখে যেতে পারে বলে জানায় সংস্থাটি। সূত্র: গালফ নিউজ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft