রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

অনিশ্চিত এমবাপের রিয়াল যাত্রা
প্রকাশ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৭:২০ অপরাহ্ন


পিএসজিতে থাকছেন নাকি শৈশবের স্বপ্ন রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন কাইলিয়ান এমবাপে— দলবদলের বাজারে অন্যতম প্রশ্ন এটি! প্যারিস ছেড়ে মাদ্রিদে পাড়ি জমাবেন বলে নিজেও জানিয়েছেন ফ্রেঞ্চম্যান। কিন্তু পিএসজির লোভনীয় অর্থের প্রস্তাবে বন্ধ হয়ে যেতে পারে সেই যাত্রা। সাদা জার্সিতে খেলার স্বপ্নও থামতে পারে বিশ্বকাপজয়ীর।

ইংল্যান্ডের ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এমবাপেকে ধরে রাখতে বার্ষিক ৫০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব করেছে পিএসজি। এমবাপে যদি রাজি হন তাহলে তিনি হবেন প্যারিসের ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়।

শুধু তাই নয়, এমবাপে যদি প্রতিশ্রুতি দেন যে তিনি ভবিষ্যতে প্যারিসের হয়েই খেলবেন, তাহলে তিনি বড় অঙ্কের বোনাসও পাবেন। বিশ্বকাপজয়ী স্ট্রাইকারকে ধরে রাখতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পিএসজি। সেই ধারাবাহিকতায়, চলতি সপ্তাহে কাতারের দোহাতে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা চালাতে ইচ্ছুক ক্লাবটি।

ফ্রেঞ্চম্যানের মা ফায়জা লামারিও কাতারে উপস্থিত থাকবেন এবং ছেলের এজেন্টকে যথা সম্ভব সাহায্য করবেন। সেখানে পিএসজি সভাপতি নাসের-আল-খালেইফি মূল্যবান সম্পদকে ধরে রাখার ব্যাপারে নতুন গ্যারান্টি দিতে প্রস্তুত।

এমবাপের পরবর্তী পদক্ষেপ যাই হোক না কেন, ফ্রেঞ্চম্যান স্পষ্ট করেছেন যে তিনি তার ব্যাক্তিত্বের উপর শতভাগ নিয়ন্ত্রণ রাখতে চান। সেই হিসেবে, পিএসজির নতুন চুক্তির অনুরোধ যদি রেখেই দেন এমবাপে, তাতে অবাক হবার কিছু নেই। তবে মাদ্রিদের এমবাপেকে টানার স্বপ্নপূরণ ৫০-৫০ ব্যবধানে দাড়িয়েছে!

সেক্ষেত্রে, লস ব্লাঙ্কোসরা যদি এমবাপের ব্যাপারে পদক্ষেপ না নেন তাহলে তাকে না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমনকি হারিয়ে ফেলার ঝুঁকিও প্রবল। অন্যদিকে, উয়েফা থেকে নিষেধাজ্ঞার সম্ভাবনা এমবাপেকে টানলে আরও বেড়ে যেতে পারে।

সুপার লিগে যোগ দেয়া বিতর্কে মাদ্রিদের ক্লাবটিকে শাস্তি দিতে পারে স্প্যানিশ বিচার ব্যবস্থা। খবরে বলা হচ্ছে, সত্যতা প্রমাণ হলে রিয়াল ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বরখাস্ত হতে পারেন। এমন পরিস্থিতিতে পিএসজির সঙ্গে অর্থ যুদ্ধে এমবাপেকে পেতে রিয়ালের দুশ্চিন্তা বাড়ছেই!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft