প্রকাশ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৮:০৮ অপরাহ্ন

ফেনীর ছাগলনাইয়ায় অসহায় ও দুস্থদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট, ফেনী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর লায়ন মিজানুর রহমান মজুমদার’র পক্ষ থেকে ১হাজার দুস্থ্য ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট (লায়ন্স জেলা ৩১৫বি৪) পোর্টল্যান্ড গ্রুপের এমডি, বিএনএনিউজ২৪ ডটকমের সম্পাদক লায়ন মিজানুর রহমান মজুমদার এমজেএফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করেন লায়ন্স জেলা গভর্নর (ইলেক্ট ২০২২-২০২৩) লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ।
এ সময় রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মঞ্জুরুল সর্দার, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, কোষাধক্ষ্য হাফেজ বেলাল হোসেন, অডিট কমিটির সদস্য মো. ইসরাফিল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, স্থানীয় ইউপি মেম্বার মামুনুল হক মামুন পাটোয়ারী প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লায়ন মিজানুর রহমান মজুমদার জানান, প্রাথমিকভাবে মহামায়ায় এক হাজার লোকের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ফেনী-১ আসন তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।