বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

ফেনী ছাত্রলীগের নেতৃত্বে তপু ও জাবেদ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৮:৩৪ অপরাহ্ন

ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি পদে তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক পদে নুর করিম জাবেদকে নির্বাচিত করা হয়।

সোমবার (৪ এপ্রিল) বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে গত সোমবার ফেনী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন কার্যদিবসের মধ্যে ফেনী জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়।

এর আগে তোফায়েল আহম্মদ তপু ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও নুর করিম জাবেদ সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন।

তোফায়েল আহম্মদ তপু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে আগামী প্রজন্মকে গড়তে কাজ করে যাব। প্রিয় নেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় জেলা ছাত্রলীগকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft