প্রকাশ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৩:৫৭ অপরাহ্ন

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর হাজী স্টোর নামক স্হানে সাপ্তাহিক বাজার দুইদিন ধার্য করা হয়েছে। এর আগে সপ্তাহে প্রতি শনিবার হাঁট বসেছিল। রোববার (৩ এপ্রিল) বিকেলে বাজারের অস্হায়ী কার্যালয়ে একসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের সভাপতিত্বে বাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি জামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মনির আহমেদ পোদ্দার, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন চৌধুরী টিপুসহ স্হানীয় ইউপি সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সবার সম্মতিক্রমে বাজারটিতে সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার হাঁট বসবে।
আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, সপ্তাহে প্রতি শনি ও বুধবার বাজারের দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার বাজারটি উদ্বোধন করেছিলেন।