শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

ভোলায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মহিলা সমাবেশ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৫:৫৫ অপরাহ্ন

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে ২০২১-২২ অর্থবছরের আওতায় ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের আলমগীর হাওলাদার বাড়ির উঠানে বৃহস্পতিবার (৩১ মার্চ) মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ তুলে ধরেন। সামাজিক যোগাযোগ মাধমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং কোভিড-১৯ এর বিষয়ে সচেতন থাকা, মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ যারা এখনও করোনাভাইরাসের ১ম ডোজ টিকা গ্রহণ করেননি তাদের-কে দ্রুত করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের আহবান জানিয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এবং বাপ্তা ইউনিয়নের (৪, ৫, ৬) নং মহিলা ইউপি সদস্য বিউটি বেগম। বিশেষ অতিথি তার বক্তব্যে মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতার কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন তার বক্তব্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যেমন- একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে বক্তব্য রাখেন।

এছাড়াও সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল বিষয়ে আলোকপাত করাসহ তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা নিশ্চিত করণ এবং বিগত ১০ বছরে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সমূহ সম্পর্কে জনগণকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft