শনিবার ১ মার্চ ২০২৫ ১৬ ফাল্গুন ১৪৩১
 

আইপিএলের আগে নতুন জীবন শুরু ম্যাক্সওয়েলের
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৪:৫১ অপরাহ্ন


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

ভারতীয় বংশোদ্ভূত বিনি রমনের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সাড়লেন ম্যাক্সওয়েল। পরিবারের সদস্যদের নিয়ে গতরাতে বিবাহের অনুষ্ঠান করেছেন ম্যাক্সওয়েল-বিনি দম্পতি। 

২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে পরিচয় হয় ম্যাক্সওয়েল ও বিনির। এরপর পরিচয় থেকে পরিণয়। ২০২০ সালে বিনির সাথে নিজের বাগদানের খবর জানান ম্যাক্সি। বিনির জন্ম তামিল পরিবারে। বর্তমানে মেলবোর্নের বাসিন্দা তিনি। পেশায় ফার্মাসিস্ট বিনি।

বিয়ের খবর নেট মাধ্যমে দেন নবদম্পতি। টুইটারে বিবাহের ছবিও দিয়েছেন বিনি। সেখানে বিনি লিখেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সাথে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’
আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতাবেন ম্যাক্সওয়েল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft