শনিবার ১ মার্চ ২০২৫ ১৫ ফাল্গুন ১৪৩১
 

ফ্রান্স দলে ফিরলেন গিরুদ
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন


আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ফ্রান্স দল থেকে বাদ পড়েছেন ইনজুরি আক্রান্ত করিম বেনজেমা। তার স্থানে কোচ দিদিয়ের দেশ্যমের বিবেচনায় দলে ফিরেছেন এসি মিলানের ইন ফর্ম ফরোয়ার্ড অলিভার গিরুদ।

ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে বাম কাফ ইনজুরির জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে ছিটকে গেছেন বেনজেমা।
চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমান চ্যাম্পিয়নরা আগামী ২৫ মার্চ আইভরি কোস্ট ও ২৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। দুটি ম্যাচ যথাক্রমে মার্শেই ও লিলিতে অনুষ্ঠিত হবে।

সোমবার লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন বেনজেমা। ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি দুই গোল করা ছাড়াও বাকি গোলটিতে এসিস্ট করেছেন। গত বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের পর এই প্রথমবারের মত গিরুদকে জাতীয় দলে ডাকলেন দেশ্যম। ফ্রান্সের হয়ে এই অভিজ্ঞ স্ট্রাইকার ১১০ ম্যাচে ৪৬ গোল করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft