মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

চোরাই গরু বিক্রি করতে গিয়ে ধরা, আদালতে স্বীকারোক্তি
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৭:৫৫ অপরাহ্ন



ফেনীর ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মাঠ থেকে একটি গরু চুরি করে গরুটি বিক্রি করতে পরশুরাম বাজারের একজন ব্যাবসায়ীর কাছে গিয়ে ধরা পড়েন বেলাল হোসেন (২৮)। তিনি (বেলাল) ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের মনিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

আজ শনিবার বিকেলে বেলাল হোসেন গরু চুরির ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (তৃতীয় আদালত) ফারহানা লোকমান তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। 

পুলিশ ও আদালত সুত্র জানায়, শুক্রবার বিকেলে ফেনীর ফুলগাজীর জগতপুর গ্রামের মাঠ থেকে মীর হোসেন ভূঁঞা নামে এক ব্যক্তির একটি গরু চুরি হয়। গরুর মালিক গরুটি চুরি যাওয়ার পর নানা ভাবে খোঁজাখুজি করে করে না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ফুলগাজী থানা পুলিশকে অবহিত করেন। এদিকে গরু চোর মাঠ থেকে গরুটি নিয়ে তার নিজ বাড়ীতে না গিয়ে বিক্রির জন্য সরাসরি পরশুরাম বাজারের একজন গরু ব্যবসায়ীর কাছে চলে যায়। ওই ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি বেলালকে নানা ভাবে প্রশ্ন করেন এবং বেলাল হোসেন চুরির বিষয়টি স্বীকার করেন। 

খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ রাতেই চুরি যাওয়া গরুটি পরশুরাম বাজার থেকে উদ্ধার করেন। গরুর মালিক মীর হোসেন ভূঁঞা দাবি করে, তার গরুটির বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন চুরি যাওয়া গরুটি উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত বেলাল হোসেনকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানের পর কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft