মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন রাঙালো অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন

বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অজিরা। দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন নিজেদের করেছে অস্ট্রেলিয়া।


আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই অজি ওপেনার স্যাম কনস্টাস এবং উসমান খাজা। দুজনের ব্যাটে ভর করে ৮৯ রান তোলে স্বাগতিকরা। ৫২ বলে ফিফটি তুলে নেন অভিষিক্ত কনস্টাস। এরপর আর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৬৫ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।


তিনে ব্যাট করতে নেমে খাজাকে সঙ্গ দেন মার্নাস লাবুশেন। ১০১ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। ৫৭ রান করে খাজা আউট হলে দলের হাল ধরেন স্টিভেন স্মিথ ও লাবুশেন। দুজনের ব্যাটে করে ২০০ রানের কোটা পার করে অজিরা। ১৪৫ বলে ৭২ রান করে আউট হন লাবুশেন।


এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ট্রাভিস হেড। ৭ বলে শূন্য রান করেন তিনি। ১৩ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন মার্শ। তবে এক প্রান্ত আগলে রেখে ৭১ বলে ফিফটি তুলে নেন স্মিথ। অপর প্রান্ত থেকে ইনিংস বড় করতে ব্যর্থ হন ক্যারিও। ৩১ রান করে এই উইকেটরক্ষক ব্যাটার আউট হলে ২৯৯ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft