মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

নালিতাবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিক সামনে পড়ায় ব্যাগ ভর্তি ফেনসিডিল ও মোটরসাইকেল ফেলে পালিয়েছে মাদক কারবারি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কালিনগর বাইপাস এলাকায় এঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, পেশাগত কাজে দৈনিক সংগ্রামের নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন কালিনগর বাইপাস সড়ক হয়ে শহরের বাইরে যাচ্ছিলেন। মাদক কারবারিও একই সড়কে ব্যাগ ভর্তি ফেনসিডিলসহ মোটরসাইকেলযোগে যাচ্ছিল। সাংবাদিকের মোটরসাইকেল দেখে গতি বাড়িয়ে কেটে পড়ার চেষ্টা করে ওই মাদক কারবারি। কিন্তু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়ির পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এসময় ব্যাগে থাকা প্রায় ৫০ বোতল ফেনসিডিল রাস্তায় ছড়িয়ে পড়ে। ফেনসিডিল ও মোটরসাইকেল ফেলেই মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। পরে সাংবাদিকদের ফোনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এস আই নজরুল ইসলাম দৈনিক জবাবদিহিকে বলেন, ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পালিয়ে যাওয়াই মাদক কারবারি'কে আটক করা যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft