বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

রুশ জেনারেল হত্যায় উজবেক নাগরিক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ এবং তার সহকারীকে হত্যার ঘটনায় ২৯ বছর বয়সী এক উজবেক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির নিরাপত্তা বিভাগকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়, মঙ্গলবার ভোরে রাশিয়ার বায়োলজিক্যাল ও কেমিক্যাল ডিফেন্স ফোর্সের (এনবিসি) প্রধান জেনারেল ইগর কিরিলোভকে একটি আবাসিক ব্লকের বাইরে হত্যা করা হয়। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বিস্ফোরকের মাধ্যমে হত্যা করা হয়েছে তাকে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, রুশ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে আটক হওয়া সন্দেহভাজনের সঙ্গে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। 

গতকাল মঙ্গলবার বিবিসিকে একটি সূত্র নিশ্চিত করেছে যে ইতিমধ্যেই ওই রুশ জেনারেলকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। সূত্রটি বলেছে, কিরিলোভ রাশিয়ার কেমিক্যাল ও বায়োলজিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধান ছিলেন। তাকে টার্গেট করা ন্যায্য ছিল কেননা তিনি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন। হত্যার একদিন আগে সোমবার কিরিলোভের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে ‘নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যবহারের জন্য দায়ী’ করে ইউক্রেন। তবে ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের কথা অস্বীকার করেছে রাশিয়া। রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) জনসংযোগ বিভাগ বুধবার জানিয়েছে, ২৯ বছর বয়সী আটক ওই ব্যক্তি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে’ তালিকাভুক্ত রয়েছেন। 

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি স্বীকার করেছেন যে, ইউক্রেন তাকে নিয়োগ করেছে’। এফএসবি জানিয়েছে, কিরিলোভকে হত্যার বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তিকে এক লাখ ডলার পুরস্কার এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়ার ‘গ্যারান্টি’ দেয়া হয়েছিল। 

বিবৃতিতে আরও বলা হয়, ওই ব্যক্তি ইউক্রেনের নির্দেশ মোতাবেক মস্কোতে প্রবেশ করে হাতে তৈরি বিস্ফোরক সংগ্রহ করেছিলেন। তিনিই কিরিলোভকে হত্যার জন্য ওই বিস্ফোরকটি স্থাপন করেছিলেন বলে জানিয়েছে এফএসবি। পরে কিরিলোভের বাসভবন পর্যবেক্ষণ করার জন্য একটি গাড়ি ভাড়া করেন এবং ইউক্রেনের ডিনিপ্রো শহরে লাইভ স্ট্রিমিংয়ের জন্য একটি গোপন ক্যামেরাও স্থাপন করেছিলেন। 

বিবৃতিতে বলা হয়েছে, যখন তারা কিরিলোভকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে, তখন সন্দেহভাজন ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটায়। বলা হচ্ছে ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার অভ্যন্তরে নিহত হওয়া সামরিক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা হচ্ছেন কিরিলোভ। ইউক্রেনের যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য কিয়েভের আগে ৫৪ বছর বয়সী ওই জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft