প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (১০ ডিসেম্বর) বিকেল সন্ধা ছয়'টায় টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্তর থেকে গোলাম রহমান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, গ্রেপ্তারকৃত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
জানা যায়, গোলাম রহমান সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ -২০২৪ নির্বাচনে নির্বাচন কর্মকর্তা ও সরকারি গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি মো: সোয়েল রানা বলেন, উপজেলা পরিষদ নির্বাচন/২০২৪ এ সহিংসতা মামলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও হামলার মামলায় গোলাম রহমান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৪ আগষ্ট সদর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম এমুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালীগঞ্জ থেকে দেবীগঞ্জের দিকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। এতে রবিউল নামে এক ব্যক্তি গুরুতর আহন হন। পরবর্তীতে রবিউল ইসলাম বাদী হয়ে ১৮ অক্টোবর দেবীগঞ্জ থানায় ৪২ জনের নাম উল্লেখসহ ১২০০ জন অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, উপজেলা পরিষদ নির্বাচন /২০২৪ এর হামলা ও সহিংসতায় উপ-সচিব সহ ৬ জন নির্বাচনী কর্মকর্তা আহত হয় এবং এ ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা হয়।