সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৬ জানুয়ারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৬ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। 

আজ রোববার বিশেষ জজ আদালতে দুদকের করা এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে নতুন তারিখ ঘোষণা করেন বিচারক। নাইকো দুর্নীতি মামলায় এখন পর্যন্ত ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, মিথ্যা মামলায় এখন পর্যন্ত একজন সাক্ষীও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে সাক্ষ্য দেননি। ওয়ান ইলেভেন সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে।

২০০৭ সালে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

পরে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft