শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

বিকেলে দুদকের সঙ্গে বৈঠকে বসবে সংস্কার কমিশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:১৬ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার করতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। গঠিত হওয়ার পর থেকে ডিজিটাল প্লাটফর্মে বা সরাসরি নিয়মিত মতবিনিময় করছে। যার অংশ হিসেবে বিভিন্ন স্তরের দুদকের কর্মকর্তাদের সভা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার সরাসরি কমিশনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে সংস্কার কমিশন। 

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। 

সংস্থাটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকসহ বিভিন্ন সূত্র বলছে, দুদক কমিশনের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে পুরো সংস্কার কমিশনের সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনে সদস্য হিসেবে উপস্থিত থাকার রয়েছে— সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম, ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মোস্তাক খান, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন এবং শিক্ষার্থী প্রতিনিধি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft