প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ অবির মাঝি (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুমারখালীতে এ ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোবহান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ওই তরুণ সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের মোঃ খলিলুর রহমান মাঝির ছেলে।
বিষয়টি দূর্গাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চুঙ্গাপাশার ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান নিশ্চিত করে বলেন, নিহত ওই তরুণ কুমারখালীর একটি কৃষি ফার্মে কাজ করতো। সে কিছুটা প্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই ফার্মের দুইটি গরু বিদ্যুতের ছিড়ে পড়া তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ওই দৃশ্য দেখে ওই তরুণ এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।