প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন
সদর উপজেলার শেওড়াবাড়ী বিচরন অশ্বীনি ষষ্ঠ পল্লী উচ্চ বিদ্যালয়ে এনটিআরসি থেকে মনোনীত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বানচাল হয়ে গেছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বাড়ৈ আজ মঙ্গলবার সকালে বলেন, সজল বিশ্বাস নামে গনিতের শিক্ষককে বিদ্যালয়ের কার্য নির্বাহী কমিটি না থাকায় নিয়োগ দেয়া সম্ভব হয়নি। বর্তমান সরকার বিদ্যালয়সমুহের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর এখনো নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়নি।
তবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে সজল বিশ্বাসকে নিয়োগ প্রদানের। জেলা শিক্ষা কর্মকর্তার সাথে আমার নিয়োগ বিষয়ে আলাপ হয়েছে। তিনি এক সপ্তাহের মধ্যে একটি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ মোতাবেক আমি গ্রামের গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে সমস্যা সমাধানের জন্য বৈঠক করেছি আজ। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের মত নিয়েই ওই শিক্ষকের নিয়োগের বিষয়ে উপরওয়ালাদের নির্দেশের অপেক্ষা করা হবে।