বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বদিয়াজ্জামাল ওরফে জামাল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত বদিয়াজ্জামাল খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার পূর্বপাড়া এলাকার মৃত লাল বাহাদুরের ছেলে। 

শনিবার রাত ৮টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক  মহাসড়কের খোলাহাটী ইউনিয়নের মাঠবাজার হাসেমবাজারের মধ্যবর্তী মোল্লা অটো ফার্নিচার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, পাশের বাড়ির মৃত খলিল মিয়ার ছেলে ইলফাত আলীদের সঙ্গে বদিয়াজ্জামালের দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বদিয়াজ্জামাল ওরফে জামাল মোল্লা অটো ফার্নিচারের সামনে যায়। সেখানে তাকে একা পেয়ে ইলফাত আলীর লোকজন লাঠিপেটা ও ধারালো অস্ত্রের (বেকি) আঘাতে গুরুতর আহত হয়। এসময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনালেল হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুদা রানা হত্যাকান্ডের বিষিয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হলে পোস্টমর্টেম শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিহতের স্ত্রী আইরিন বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft