মঙ্গলবার ১১ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

কালকিনিতে ভেজাল ঔষধ বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানীর ভেজাল ঔষধ বিক্রয়ের অপরাধে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে কালকিনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল কালকিনি উপজেলার কালাই সরদারের চর এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল ঔষধ সহ একজনকে আটক করেন।

আটককৃত ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৩৪)।সে কালকিনি উপজেলার ডিগ্রিরচর এলাকার আব্দুর রব এর ছেলে।

পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ঔষধ সহ গ্রেফতারকৃত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দুপুরে এক পুলিশের পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক নির্দেশনায় কালকিনি থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার কালাই সরদারের চর এলাকার মোল্লা মাদ্রাসার সামনে হতে বিভিন্ন কোম্পানীর বিপুল পরিমান ভেজাল ঔষধ সহ আব্দুর রব নামের একজনকে আটক করে।পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উদ্ধারকৃত ভেজাল ঔষধের আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ভেজাল ঔষধ বিক্রির দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কারাদণ্ড   মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft