মঙ্গলবার ১১ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

আসছে সালমানের নতুন সিনেমা ‘সিকান্দার’
প্রকাশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন

ঈদ মানেই বলিউডের ভাইজানের সিনেমা। সালমান খানের ভক্তরা মুখিয়ে থাকেন ঈদে প্রিয় তারকার সিনেমা দেখার জন্য। এবারের ঈদে মুক্তি পায়নি নায়কের কোনো সিনেমা। স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ। তবে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন সালমান। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঘোষণা করলেন নতুন সিনেমার নাম। সেই সঙ্গে সিনেমাতে তার চরিত্রটি নিয়েও আভাস দিলেন।

সম্প্রতি সালমান নতুন সিনেমার ঘোষণা করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, ‘গজনি’র পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ঈদের দিন সিনেমার নাম প্রকাশ্যে আনলেন তিনি। সিনেমার নাম ‘সিকান্দার’।

এবারের ঈদে মুক্তি পেয়েছে দুটি হিন্দি ছবি। সেই প্রসঙ্গে টেনে সিনেমার নাম ঘোষণা করে সামাজিক মাধ্যমে সালমান খান লিখেছেন, এই ঈদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকান্দারের’ সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ঈদের শুভেচ্ছা।

গুঞ্জন শোনা যাচ্ছে, সিনেমায় সালমানের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনো অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft