প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন
গতকাল সোমবার এক মাস বয়সের কন্যা সন্তানকে নিলামে পঁচিশশ টাকায় বিক্রি করে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়েছে পঞ্চগড় শহরের মেডিসিন রোড এলাকার মানসিক ভারসাম্যহীন এক মা। তবে বিক্রির কয়েক মিনিটের মাথায় সন্তানকে ফিরিয়ে নিয়েছেন তিনি।
ওই ভিডিওতে দেখা যায়, একজন নারী তার কোলে থাকা ১ মাস বয়সের একটি কন্যা শিশুকে ২৫শ টাকার বিনিময়ে বিক্রি করছে। দর-কষাকষির মাঝে ওই শিশুকে ক্রয় করেন এক বয়বৃদ্ধ ব্যক্তি। একপর্যায় টাকা দিয়ে শিশুটিকে নিজ কোলে নেন ওই নারী।
স্থানীয়রা জানান, হঠাৎ মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজ সন্তানকে বিক্রির জন্য দাম হাঁকায়। এর পর শহরের ট্রাক টার্মিনাল এলাকার বৃদ্ধ মেকানিক ইসমাইল হোসেন শিশুটিকে ২ হাজার ৫শ টাকার বিনিময়ে ক্রয় করে নেন। আবার বিক্রির বেশ কিছু সময় পর শিশুটিকে ফেরত নেয় ওই নারী।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই নারীর বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় জেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে বেড়াত বলে জানান স্থানীয়রা। তবে কী কারণে নিজ সন্তানকে বিক্রি করতে বাজারে তুলেছিল তার সঠিক তথ্য জানা যায়নি।