মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

কাপড়ে শিশুর প্রস্রাব লাগলে নামাজ হবে কি?
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন

মায়ের কাপড়ে প্রায়ই কোলের শিশুর প্রস্রাব ইত্যাদি নাপাকি লেগে থাকে। কখনও এমন হয় যে নামাজরত অবস্থায় শিশু জড়িয়ে ধরেছে, যখন তার শরীরে নাপাকি ছিল। এ অবস্থায় নামাজ নষ্ট হবে কি না জানতে চান অনেকে। এর উত্তরে আলেমরা বলেন, এক্ষেত্রে বাচ্চার শরীর বা কাপড়ের নাপাকি যদি আপনার শরীর বা কাপড়ে না লেগে থাকে তাহলে আপনার নামাজ নষ্ট হবে না। 

কিন্তু কাপড়ে যদি বাচ্চার নাপাকি লেগে যায় এবং এর পরিমাণ এক দিরহামের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের) বেশি হয় তা হলে নামাজ ফাসেদ হয়ে যাবে। (খুলাসাতুল ফতোয়া: ১/৭৮; ফতোয়ায়ে তাতারখানিয়া: ২/৩৫২; শরহুল মুনইয়া, পৃ-১৯৬; জামিউ আহকামিস সিগার: ১/৩২; আলবাহরুর রায়েক: ১/২৬৭)

শিশুদের প্রস্রাব নিয়ে কিছু ভ্রান্তি দেখা যায়। কেউ কেউ মনে করে যে, বাচ্চা যতদিন দুধ পান করবে ততদিন তার প্রস্রাব নাপাক নয়। কারণ, যতদিন শুধু দুধ পান করে ততদিন বাচ্চার প্রস্রাব বেশি দুর্গন্ধ হয় না। অথচ হাদিসে এধরনের শিশুর প্রস্রাবও যে নাপাক তার বর্ণনা রয়েছে। আর প্রস্রাব দুর্গন্ধময় হোক বা না হোক সর্বাবস্থায় তা নাপাক। দুর্গন্ধ না হলে নাপাক হবে না—এ ধারণা ভুল। (সহিহ বুখারি: ১/৩৫, জামে তিরমিজি: ১/২১)

আবার ছেলে ও মেয়ের প্রস্রাব নিয়ে পার্থক্য করতে দেখা যায় অনেককে। শুধু মেয়ে শিশুর প্রস্রাবই নাকি অপবিত্র। এ পার্থক্য ঠিক নয়। ছেলে-মেয়ে উভয়ের প্রস্রাবই নাপাক এবং তা পবিত্র করার নিয়মও একই। (মাআরিফুস সুনান: ১/২৬৮-২৬৯; ইলাউস সুনান: ১/৪০৯; রদ্দুল মুহতার: ১/৩১৮)

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft