প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ২:৫০ অপরাহ্ন
খাগড়াছড়িতে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য উগ্যিয় মারমা (২০)-কে মাটিরাঙ্গায় গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে মাটিরাঙ্গার মাতব্বর পাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় । সে খাগড়াছড়ির পানছড়ির যৌথখামার এলাকার রাপ্রূ মারমার ছেলে।
মাটিরাঙ্গা থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুক্তা ধর এর নির্দেশনা মোতাবেক ৩ অক্টোবর মাটিরাঙ্গা থানার সাধারণ ডায়েরী নং-১৪৭ ও খাগড়াছড়ি সদর থানার মামলা নং-৩ মূলে এসআই মাসুদ আলম পাটওয়ারীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গার মাতব্বর পাড়া এলাকা হতে খাগড়াছড়িতে চুরি হওয়া ১টি ১৩৫ সিসির ডিসকভার মোটরসাইকেল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত চোর চক্রের সদস্য উগ্যিয় মারমা গ্রেফতার করা হয়েছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মোটরসাইকেল বিধি মোতাবেক খাগড়াছড়ি সদর থানার পুলিশ টিমের নিকট হস্তান্তর করা হইয়াছে। চুরি, চোরাচালান ও মদক ব্যবসাসহ যে কোন ধরণের অপরাধ প্রবনতা রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ তৎপর রয়েছে।