শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

দুঃসংবাদ পেলেন সাকিব
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ দল বহু নাটকীয়তা প্রত্যক্ষ করেছে। দলের সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা, সমালোচনা ও টানাপোড়েন। 

তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা এবং সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার বিষয়টি মাঠ ছাপিয়ে দর্শকের মনেও উত্তেজনা তৈরি করে রেখেছিল।

সূচি অনুযায়ী, ভারতে পৌঁছে টাইগাররা দুই দিন বিশ্রাম নেবেন। এরপর প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আগামীকাল শুক্রবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে।

কিন্তু বিশ্বকাপে নামার আগেই দুঃসংবাদ পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। বুধবার আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে একধাপ নিচে নেমে গেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা এই তারকার ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান এখন ৩৬-এ।

তবে সাকিব দুঃসংবাদ পেলেও সুখবর পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত পারফরম্যান্সে আইসিসির ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫। ঘরের মাঠে এই সিরিজে এক ম্যাচ খেলা মুশফিকুর রহিমের অবস্থান (২১ নম্বর) অপরিবর্তিত রয়েছে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এই তালিকায় শীর্ষে আছেন। এরপরই আছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল ও দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়া, ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft