মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

জয়ের জন্মদিনে বীরের শুভেচ্ছা
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩৩ অপরাহ্ন

শাকিব-অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন আজ ২৭ সেপ্টেম্বর। সাত বছর পূর্ণ হলো তার। 

বিশেষ এই দিনে সুপারস্টার পত্রকে শুভেচ্ছায় সিক্ত করছেন বাবা-মায়ের সহকর্মী ও অনুরাগীরা। এই তালিকায় নাম উঠল শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীরের।

এদিন শাকিব খান ও শবনম বুবলীর সন্তান বীর বৈমাত্রেয় ভাই জয়কে নিজের ফ্যানপেজ থেকে জানিয়েছে জন্মদিনের শুভেচ্ছা। 

তার পেজে একটি রিল শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে, সুরে সুরে বীর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যাপশনে লেখা, হ্যাপি বার্থডে জয় ভাইয়া।

জয়ের জন্মদিনে বীরের এই শুভেচ্ছা বার্তা আপ্লুত করেছে নেটিজেনদের। 

একজন লিখেছেন, রক্তের ওপর রক্তের টান আছে, কোন হিংসে নাই আলহামদুলিল্লাহ, দেখি অনেক ভালো লাগল।

অন্য একজন লিখেছেন, এই প্রথম কিছু একটা ভালো লাগল। 

এদিকে জয়ের উদ্দেশে বীরের এই শুভেচ্ছা বার্তা নিজের ফ্যানপেজে শেয়ার করে বুবলী হয়েছেন প্রশংসিত। 

এক নেটাগরিক লিখেছেন, আজ প্রথমবার উনার কোনো এক্টিভিটিজ আমার ভালো লাগল।

শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। 

একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft