প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৩৫৪ ভরি ওজনের ৭টি স্বর্ণের বারসহ বিকাশ ধর সুমন ও মনোরঞ্জন ভৌমিক নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে জব্দকৃত স্বর্ণের দাম প্রায় সোয়া তিন কোটি টাকা।
গতকাল শনিবার বিকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এসব তথ্য জানান।
আটক বিকাশ চট্টগ্রাম কোতোয়ালি থানার আন্দরকিল্লা বকসিরহাট এলাকার যতীন্দ্র মোহন ধরের ছেলে এবং মনোরঞ্জন চট্টগ্রাম পাহাড়তলী এলাকার বনিক পাড়ার মাখন চন্দ্র ভৌমিকের ছেলে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৩ রতি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫টাকা। আটক আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে। তাদেরকে আজই আদালতে প্রেরণ করা