শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

সংঘর্ষে জড়াল লেবানন ও ইসরায়েলি সেনাবাহিনী
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩১ অপরাহ্ন

ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে আইডিএফ (ইসরায়েলি নিরাপত্তা বাহিনী) ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি ভারী যানবাহন অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করার পরে এই ঘটনা ঘটে।

 মাউন্ট ডোভ এলাকায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করা একটি ট্রাক্টর লক্ষ্য করে স্টন গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী।

আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাক্টরটি লেবানন থেকে ব্লু লাইন অতিক্রম করে মাউন্ট ডোভ এলাকায় প্রায় দুই মিটার পথ অতিক্রম করে। এই ঘটনায় লেবানন থেকে একাধিক গ্রেনেড নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, আইডিএফ পাল্টা গুলি চালায় এবং যানটি লেবাননের ভূখণ্ডে ফিরে যায়। 

দুই দেশের মধ্যে বর্তমান সীমানা রেখাটি ব্লু লাইন নামে পরিচিত। এটি জাতিসংঘ কর্তৃক ম্যাপ করা একটি সীমান্ত। ২০০০ সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ত্যাগ করার সময় যে লাইন থেকে সরে যায় এটা তা চিহ্নিত করে। 

সূত্র: জেরুজালেম পোস্ট

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft