শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু-পেঁয়াজ
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন

আমদানির খবরে সরকারের বেঁধে দেওয়া দামে ডিম কেনা গেলেও এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। 

মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

শনিবার কোনো কোনো বাজারে ১২ টাকায় পাওয়া গেছে প্রতিটি ডিম। কিন্তু প্রতি কেজি আলু ও পেঁয়াজ কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়েও ১০ থেকে ১৫ টাকা বেশি দিয়ে।

খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৩৬ টাকায় বিক্রি করার কথা থাকলেও তা হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আর ৬৫ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

খুচরা বিক্রেতারা বলছেন, সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না উৎপাদক, মজুদদার ও হিমাগার মালিকরাই। আলু, পেঁয়াজের দাম না কমার এটাই প্রধান কারণ বলে মনে করছেন তারা।

সরকারি দাম কার্যকরে ঢাকা দক্ষিণ সিটির সারুলিয়া বাজারে শনিবার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশি দাম নেয়া এবং মূল্য তালিকা না রাখার কারণে জরিমানা করা হয় তিন ব্যবসায়ীকে।

তবে অভিযানের খবর পেয়ে দোকান খোলা রেখেই সটকে পড়েন অনেক ব্যবসায়ী।

সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান।

আর ভোক্তারা বলছেন, যে সময়টুকু অভিযান চলে সে সময় দাম কিছুটা কম নেন ব্যবসায়ীরা। অভিযান শেষে আবার আগের দামেই পণ্য বিক্রি করেন তারা।

রাজধানীর পাশাপাশিই সরকার নির্ধারিত দাম কার্যকরে সারাদেশেই অভিযান করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft