প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নঈম আলী (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
একই ঘটনায় এর আগে বৃহস্পতিবার অপর দগ্ধ মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) একই হাসপাতালে মারা যান। তাদের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রী সূর্য গ্রামে।
নঈম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান অলি আহমেদ খান জানান, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে।
এ সময় আগুনে মাওলানা মুস্তফাফিজ ও নঈম মিয়া নামক দুজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ওইদিন রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সেখানে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান মৃত্যু হয়। আর আজ মঙ্গলবার ভোরে নঈম আলীর মারা যান। এখনো সেখানে চিকিৎসাধীন আছেন আরও এক জন।