প্রকাশ: রোববার, ২০ আগস্ট, ২০২৩, ৬:০৯ অপরাহ্ন

করোনাকালে অনেকের কাছেই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছিল একমাত্র আনন্দের জায়গা। আর তখন সোশ্যাল মিডিয়ায় দেখা যেত বলটজ নামের কুকুরটিকে, যেটি ‘চিমস’ নামে বেশি পরিচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত কুকুর ‘চিমস’ মারা গেছে। তার ক্যানসার হয়েছিল বলে জানা গিয়েছে।
শিবা ইনু জাতের কুকুর ছিল চিমস। চিমসকে যিনি পালন করতেন, তিনি জানিয়েছেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে কুকুরটি।
চিমস গত ৬ মাস ধরে ভুগছিল ক্যানসারে। শেষ পর্যন্ত তার অস্ত্রোপচারের কথা ভাবা হয়। কিন্তু তার আগেই মারা যায় সে। চিমসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেন।
চিমসের চিকিৎসার জন্য বেশ কিছু অর্থ তোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই অর্থের অধিকাংশই থেকে গিয়েছে। চিমসের মালিক জানিয়েছেন, তিনি সেই অর্থ স্থানীয় পশুচিকিৎসাকেন্দ্রে দান করবেন।