মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

হজে গিয়ে ১০১ জনের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। গত ২ জুলাই থেকে ফিরতে শুরু করেছেন তারা। এ পর্যন্ত দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০১ জন হাজি মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। 

এরমধ্যে সর্বশেষ মঙ্গলবার (১১ জুলাই) মারা গেছেন ৩ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে এখন পর্যন্ত হাজিদের নিয়ে দেশে ফিরেছে ১১৫টি ফ্লাইট। 

এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৪টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০১ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭৭জন পুরুষ ও ২৪ জন নারী। 

এরমধ্যে মক্কায় মারা গেছেন ৮৫ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় ১ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft