প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে চারটি শিফটে গড়ে ২৯ দশমিক ১১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও সি ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক শহীদুল আলম।
তিনি বলেন, ‘বিজ্ঞান’ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চার ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষায় পাশ করেছেন ২২ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী, দ্বিতীয় শিফটে ৩৮ দশমিক ৩১ শতাংশ, তৃতীয় শিফটে ৩২ দশমিক ৯৫ শতাংশ এবং চতুর্থ শিফটে ২২ দশমিক ৭৬ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া ‘সি’ ইউনিটভুক্ত ‘অবিজ্ঞান’ গ্রুপে পাশের হার ৮৮ দশমিক ৩২ শতাংশ। ফলাফল জানতে https://admission.ru.ac.bd/ ভিজিট করুন।