শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

ভিনিসিয়াসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণে শাস্তি-জরিমানা করলো স্প্যানিশ
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৩:০৭ অপরাহ্ন

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরনের কারণে বেশ কয়েকজন সমর্থককে জরিমানা ও শাস্তি দিয়েছে স্প্যানিশ সরকার।

জানুয়ারিতে এ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে অপমানজক একটি মূর্তি ঝুলানোর অপরাধে চার সমর্থককে ৬০ হাজার ইউরো জরিমানা ও দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মে মাসে লা লিগার ম্যাচে ২২ বছর বয়সী ভিনিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে ৫০০০ ইউরো জরিমানা ও এক বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞ দেয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এই শাস্তি প্রত্যাশিতই ছিল।

ভ্যালেন্সিয়া ইতোমধ্যেই তার তিন সমর্থককে আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করেছে। এই ঘটনায় ভ্যালেন্সিয়াকে ২৭ হাজার ইউরো জরিমানা করা হয়েছে এবং মেস্তালা স্টেডিয়ামের একাংশ তিন ম্যাচের জন্য বন্ধ ঘোষনা করেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। ভ্যালেন্সিয়ার ঐ সাতজনকে দুইদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আরো তদন্তের জন্য তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা হতে পারে।

বর্ণবাদের বিরুদ্ধে পুরো বিশ্ব যখন সরব ঠিক সে সময়ই স্প্যানিশ পেডারেশন ও ব্রাজিলিয়ান কনফেডারেশন ঘোষনা দিয়েছে ব্রাজিলের বিপক্ষে স্পেন একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায়। এই ম্যাচের মাধ্যমে উভয় দেশই যে বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে তা প্রমানিত হবে। আগামী বছর মার্চে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ব্রাজিলিয়ান ফেডারেশন ভিনিসিয়াসের পক্ষে শক্ত অবস্থান না নেয়ায়  স্প্যানিশ ফুটবল ও স্থানীয় কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft