প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
শোভাযাত্রটি বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে মূল অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে দেশের খ্যাতিনামা ২০জন বিজ্ঞানী উপস্থিত ছিলেন।
১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধনী আলোচনা সভা, শিক্ষকদের বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান, মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান। বিকেলে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।