শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো আফগানিস্তান
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৯:২৫ অপরাহ্ন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। 

হাম্বানটোটায় টস হেরে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা ২৬৮ রানে অলআউট হয়। জবাবে ১৯ বল হাতে রেখে জয় পায় আফগানরা।

দলীয় ৮৪ রানে ৪ উইকেট হারানো দলের হাল ধরেন চারিথ আসালাঙ্কা। দারুণ ব্যাটিংয়ের সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি পাননি। ফেরেন ৯১ রান করে। তার ইনিংসে ছিল ১২ চার। 

এছাড়া ৫ চারে ৫১ রানের ইনিংস খেলেন ধনাঞ্জয়া ডি সিলভা। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ।

জবাবে আফগানরা দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ২ ছক্কা ও ১১ চারে ৯৮ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। 

রাজিথা তাকে ফেরালে জুটি ভাঙে। রহমত শাহ ফিফটি করেন। তিনি ফেরেন ৫৫ রানে। এই দুজনের বিদায়ের পর হাসমতউল্লা সাহিদির ৩৮ ও মোহাম্মদ নবির অপরাজিত ২৭ রানে সহজ জয়ই পায় আফগানিস্তান।

শ্রীলঙ্কা সিরিজের পরই আফগানিস্তান খেলতে আসবে বাংলাদেশে। বাংলাদেশের সঙ্গে এক টেস্টের পর আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

এর আগে লঙ্কানদের সিরিজের শুরুতেই হারিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল আফগানরা। ম্যাচসেরা হন ইব্রাহিম জাদরান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft