শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

মেসির খেলা দেখতে চীনা দর্শনার্থীদের গুনতে হবে ৬৮০ ডলার
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:১৬ অপরাহ্ন

চলতি মাসেই চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি  ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

লিওনেল মেসির খেলা দেখার জন্য চীনা ভক্তদের সর্বোচ্চ ৬৮০ মার্কিন ডলার জন্য ব্যয় করতে হবে বলে শুক্রবার জানিয়েছে আয়োজকরা।

আসছে ১৫ জুন ৬৮ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন ওয়ার্কার্স স্টেডিয়ামে মুলত: পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলর লড়াইয়ের, যেখানে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হয়েছিল। 

এই গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে যাওয়া মেসি ওই ম্যাচে গোল করেছিলেন এবং বিশ্বকাপ শিরোপা জয়ী দলটি ২-১ গোলে জয়লাভ করে।

 আয়োজকরা জানায়, আগামী ৫ ও ৮ জুন দুই ধাপে বিক্রি হতে যাওয়া টিকিটের মুল্য ধার্য্য হয়েছে ৫৮০ইউয়ান (৮২ মার্কিন ডলার) থেকে শুরু করে ৪৮০০ ইউয়ান পর্যন্ত। প্রদর্শনী ম্যাচের টিকিটের এত উচ্চ মুল্য দেখে অনলাইনে নিন্দা জানিয়েছেন অসন্তুষ্ট ভক্তরা। 

টুইটারের মতো স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একজন ব্যবহারকারি আয়োজকদের অফিসিয়াল একাউন্টে লিখেছেন,‘আমি আপনাদের ডাকাতির জন্য অভিযুক্ত করছি।’

আরেকজন লিখেছেন,‘ ৪৮০০ ইউয়ান দেয়ার কারণে মেসি কি খেলার সময় আমাদের পিঠে নিয়ে চড়াবেন ? 

উল্লেখ্য, ২০১৭ সালের পর এটি হবে মেসির প্রথম চীন সফর। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লিওনেল মেসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft