শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

সংবাদ সম্মেলনে শাকিব খান যা বললেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭:২৭ অপরাহ্ন

ধর্ষণের অভিযোগ ওঠা ঢালিউড অভিনেতা শাকিব খান গুলশানে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে নিজ বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

শাকিব খান বলেন, ‘বোবা থাকার দিন শেষ। যার সাথে যে অন্যায় হবে সবারই সে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তবেই ন্যায়বিচার মিলবে।’

তিনি বলেন, ‘অন্যায়টি আমি করিনি তা এখন পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। সামনে এ বিষয়ে আরও তথ্য সবাই জানবে প্রতারক প্রযোজক নামধারী রহমতউল্লাহ সম্পর্কে।’

এসময় অস্ট্রেলিয়া পুলিশের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকের কাছে বিস্তারিত তুলে ধরেন শাকিব।

সংবাদ সম্মেলনে শাকিব খানের আইনজীবী মো. খায়রুল হাসান জানান, পেনাল কোডের ৩৮৫ ও ৫০৬ ধারায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলা করা হয়েছে প্রযোজক নামধারী রহমতউল্লাহর বিরুদ্ধে।

আদালত মামলাটি আমলে নিয়েছেন। অভিযুক্ত রহমতউল্লাহ দেশে ছেড়ে পালিয়ে যাওয়ায় শাকিব সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, ‘তার (রহমতউল্লাহ) অভিযোগ শতভাগ সত্য হলে দেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন তিনি? বিদেশে গা ঢাকা দিলেও তিনি অপরাধী। দেশে ফিরিয়ে এনে বিচাররের মুখোমুখি করারও ইঙ্গিত দেন এ অভিনেতা।

আদালতে রহমতউল্লাহকে তলব এবং আগামী ২৪ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ প্রসঙ্গে শাকিব জানান, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন সত্যই শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে। তাই মিথ্যা অপবাদের বেড়াজাল থেকে খুব শিগগিরই তিনি মুক্ত হবেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft