শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

অবসর নিলেন তারকা ফুটবলার ওজিল
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:০০ অপরাহ্ন

সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির তারকা ফুটবলার কোটি ভক্তের প্রাণপ্রিয় তারকা মেসুত ওজিল। মাত্র ৩৪ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখলেন আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের এই প্লেমেকার।

বুধবার (২২ মার্চ) টুইটারে নিজের অবসরের ঘোষণা করেন তিনি।

প্রায় ১৭ বছর ধরে পেশাধার ফুটবলে বিচরণ করেছেন ওজিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ফুটবলকে বিদায় জানালেন তিনি। বিদায়ী ঘোষণায় মধুর মধুর স্মৃতির জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে ওজিল বলেন, ‘চিন্তা-ভাবনার পর আমি পেশাধার ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। প্রায় ১৭ বছর এই অঙ্গনে বিচরণ করেছি। দারুণ এ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু ইনজুরির কারণে সম্প্রতি মনে হলো ফুটবলের বড় মঞ্চটা ছেড়ে দেয়ার সময় হয়েছে। যাত্রাটা আমার জন্য দারুণ ছিল, যা অবিস্মরণীয় স্মৃতি ও আবেগে পূর্ণ।’

যে ক্লাবগুলোর হয়ে খেলেছেন, ওজিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন- ‘আমি শালকে, ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবাচ ও বাসাকসেহিরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাই যারা আমার কোচ ছিলেন, ধন্যবাদ আমার সতীর্থ ও বন্ধুদের প্রতিও।’

৩৪ বছর বয়সী ওজিল জার্মানির দুই ক্লাব শালকে ও ব্রেমেনের অধ্যায় শেষে ২০১০ সালে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। সেখানে দুর্দান্ত তিনটি মৌসুম কাটিয়ে আর্সেনালে যোগ দেন তিনি। যেখানে ওজিল কাটান তার ক্যারিয়ারের সেরা সময়। কিন্তু ইনজুরির কারণে যখন আর্সেনালে জায়গা হারিয়ে ফেলেছিলেন ওজিল, তখনই নতুন শুরু আশায় ২০২১ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দেন এই জার্মান ফুটবলার। তবে সেখানেও তার সময়টা ভালো কাটেনি। এরপর যান বাসাকসেহিরে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft