মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

ভোলায় গম খেতে পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষি
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভোলায় গমের ফলন ভালো হয়েছে। তবে একদিকে রয়েছে সেচের অভাব, অন্যদিকে রোগবালাইয়ের আক্রমণে মরে যাচ্ছে গম গাছ। 

এতে লোকসানের আশঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কীভাবে তারা ক্ষতি পুষিয়ে নেবেন এমন দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। 

কৃষি বিভাগ বলছে, ক্ষতির পরিমাণ খুবই কম। তাই চলতি মৌসুমেও ভোলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে গমের উৎপাদন। কৃষকরা জানান, গত বছর গমের ফলন ভালো হয়েছিল। দামও পাওয়া গেছে ভালো। অধিক লাভের আশায় এ বছর নতুন নতুন অনেক চাষি গম আবাদ করেছেন। প্রথম দিকে গাছে ফলন ভালো দেখা যায়। এতে কৃষকের মুখে হাসি ফুটেছিল। এখন কোনো কোনো খেতে গমের শীষ মরে যেতে শুরু করেছে।

আবার কোনো কোনো খেতে গমের দানা অপুষ্টই থেকে যাচ্ছে। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, বাপ্তা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকের বিস্তৃর্ণ খেতে বাতাসে দুলছে গমের শীষ। দূর থেকে দেখলে মনে হয় সোনালি রঙের গাছে গম যেন পেকে রয়েছে। বাস্তবে তা নয়।

কৃষকরা বলছেন, আর মাত্র দুই সপ্তাহ পর গম কেটে ঘরে তোলার কথা ছিল।এমন সময়ে গমের গাছগুলো গোড়া থেকে শুকিয়ে মরে সোনালি রং ধারণ করেছে। গমের থোরাগুলো চিটা হয়ে গেছে। কিছু খেতের শীষ পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে।

এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। চাষিদের ভাষ্য, ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় তারা কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শও পাচ্ছেন না। লাভ-তো দূরের কথা চালানও উঠবে না তাদের। কীভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। 

ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন জানান, ভোলায় মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বরের মধ্যে গমের আবাদ করতে হয়। অনেকে মধ্য জানুয়ারি পর্যন্ত গমের বীজ বুনেছেন। যেসব কৃষক দেরিতে গম আবাদ করেছেন অথচ সেচ দেননি তাদের খেতে পানির অভাবে গাছ ও শীষ সাদা হয়ে যাচ্ছে। এসব খেতে গমের দানাও অপুষ্ট থেকে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষককে আগামীতে সল্প মেয়াদি জাত বারি গম-৩২ চাষ করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। 

কৃষি অফিস সূত্র জানায়, গত বছর ২ জাহার ৩০০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে গমের আবাদ হয়েছে। এ বছরও গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভোলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft